• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারী গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ০৬ মে ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত রোববার (৫ মে) রাত ১০ টায় বগুড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর বাদুড়তলা এলাকার আব্দুল অহাদ আলীর ছেলে শীম মোহাম্মাদ (১৯), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (১৯), রফিকুল ইসলামের ছেলে ওয়ালিদ হোসেন (১৮) ও নজরুল ইসলামের ছেলে রনি (২১)।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত ১০ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনের প্লাটফরমে জনৈক ট্রেন যাত্রীর পেটে চাকু ধরে তার সর্বস্ব ছিনতাই চেষ্টা কালে ওই ট্রেন যাত্রীর চিৎকারে পুলিশ অভিযান চালিয়ে উল্লিখিত চারজন ছিনতাইকারীকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ধারালো চাকু জব্দ করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরদিন গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads